জেনে নিন:
• হিলের কারণে শুধু হাঁটুর ওপর না, গোড়ালির ওপরেও অতিরিক্ত চাপ পড়ে
• পায়ের ছোট ছোট জয়েন্টে ব্যথা এবং আর্থ্রাইটিসের সমস্যা দেখা দেয়
• হাই হিল জুতা গোড়ালিকে উঁচু রেখে কোমরকে অস্বাভাবিকভাবে সামনে ঠেলে রাখে
• মেরুদণ্ডের স্বাভাবিক বক্রতা নষ্ট হয়ে কোমরে প্রচণ্ড ব্যথা হতে পারে
• হাই হিল পরার সময় গোড়ালির পরিবর্তে পায়ের পাতা নেয় সমস্ত শরীরের ভার
• এতে করে পায়ের পাতা শক্ত হয়ে যেতে পারে
• পড়ে যাওয়া, গোড়ালি মচকে যাওয়া উঁচু জুতা ব্যবহারের খুবই সাধারণ ঘটনা
• জুতার সামনের দিকটি ছড়ানো না হয়ে নৌকার মতো সরু হয়
• এজন্য আঙুলেও চাপ পড়ে, ব্যথাও হয়।
পায়ের পাতা ও গোড়ালির ওপর দেহের ওজনের ভারসাম্য নষ্ট হয়।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
এসআইএস