কেনইবা হবে না, যে বয়সে সারাজীবন দেখে আসা স্বপ্ন পূরণের কথা, সেই বয়সে কিনা ক্যান্সারের মতো মরণব্যাধির সঙ্গে লড়াইয়ে নামতে হচ্ছে তাকে।
তানিয়ার স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার।
অনেক প্রতিকূলতা পেরিয়ে ইডেন বিশ্ববিদ্যায় কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স-মাস্টার্স শেষ করেছে বরগুনার পাথরঘাটার লেমুয়া গ্রামের তানিয়া। শিক্ষকতার স্বপ্ন পূরণের জন্য বিসিএস কোচিংও শুরু করেছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে ধরা পড়ে ব্লাড ক্যান্সার।
ডাক্তার বলে দিয়েছে দ্রুত ভারতে নিয়ে চিকিৎসা করালে তানিয়ার সুস্থ জীবনে ফেরার সম্ভাবনা রয়েছে। এজন্য দরকার প্রচুর অর্থ। কিন্তু চিকিৎসার ব্যয়ভার বহনের সক্ষমতা নেই তার পরিবারের।
মাত্র ১০ বছর বয়সে মাতৃহারা এই মেয়েটির বেঁচে থাকার জন্য প্রয়োজন সবার সহায়তা।
যোগাযোগ করুন এই নম্বরে: 01749271286- আব্দুর রব তালুকদার (তানিয়ার বাবা)
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এমএইচএম/এসআইএস