ভালোবাসা প্রকাশের জন্য নানা ধরনের প্রথা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। আসুন কয়েকটি জেনে নিই:
জার্মানিতে কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য ভালোবাসা দিবস নির্ধারিত।
আমেরিকানরা ভালোবাসা দিবসে চকলেট-ফুল দিয়ে প্রিয় মানুষটিকে শুভেচ্ছা জানায়।
ভালোবাসা দিবসে জাপানের নারীরা ভালোবাসার মানুষটির জন্য নিজের হাতে তৈরি ট্রু ফিলিং চকলেট উপহার দিয়ে থাকে।
ফ্রান্সের রাজধানী প্যারিস হচ্ছে ভালোবাসার শহর। শুধু ফ্রান্সেরই নয়, পুরো বিশ্ব থেকেই প্রেমিক-প্রেমিকারা আসে পন্ট দেস আর্ট ‘লাভ লক ব্রিজ’ -এ একটি তালা লাগিয়ে তাদের ভালোবাসা অমর করে রাখতে।
আমাদের দেশেও সুন্দর কোনো উপহার, একসঙ্গে কাটানো প্রিয় মুহূর্ত আর রোমান্টিক ক্ষুদে বার্তায় প্রেমিকের ভালোবাসা জয় করে নেয় প্রিয়জনকে।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এসআইএস