ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ভালোবাসা দিবসে রিলেশনশিপ প্লান! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
ভালোবাসা দিবসে রিলেশনশিপ প্লান!  ভালোবাসা দিবসে

আপনার জীবনের লক্ষ্য কী? আপনার উত্তর যাই হোক, ৯৯ শতাংশ মানুষ এই প্রশ্নের জবাবে কেবল ক্যারিয়ার প্লানের কথাই বলেন। নতুন বছরে যেমন ক্যারিয়ার প্লান করেন, তেমনি ভালোবাসা দিবসে সম্পর্কগুলো নিয়ে একটি পরিকল্পনা করুন। 

ভালোবাসার মানুষকে নিয়ে যেমন প্লান করবেন: 

সচেতনভাবে কথা বলা 
সম্পর্কে মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সচেতনভাবে কথা বলা। কারণ আচার-ব্যবহার খারাপ হলে আমরা বিরক্ত হই।

কথা খারাপ হলে আমরা দুঃখ পাই। তাই সম্পর্কগুলোকে সুন্দর করতে সচেতনভাবে কথা বলুন।

পারিবারিক অনুষ্ঠান
সুখ-দুঃখ ও নিরাপত্তা এসব আপনি পরিবারের কাছ থেকেই পাবেন। পারিবারিক উৎসবে যোগ দিতে হবে। এটা না করলে কেবল অশান্তিই বাড়বে। চাকরি বাঁচানো যেমন দরকার, তেমন সংসারও কিন্তু বাঁচানো দরকার।  

বিয়ে করবেন কখন?
সম্পর্ক থাকলেও অনেকেরই বিয়ে করা নিয়ে কোনো পরিকল্পনাই নেই। এটা সুন্দর পারিবারিক সম্পর্কে জন্য খুব ভালো লক্ষণ নয়। আপনার জীবনের প্লানিংয়ে এটা যোগ করুন।

নিজেকে সময় দিন
নিজেকে গুরুত্ব ও সময় দিন। নিজের প্রতি সচেতন হোন। তবেই আপনার সক্ষমতা বাড়বে। এই জ্ঞানই আপনার সম্পর্কগুলো আরও সুন্দর ও মানবিক করে তুলবে।


ভাবুন টিম প্লেয়ার
আপনার পরিবার একটি টিম। টিমে যেমন একজন ভালো খেললে খেলায় জিততে পারবেন না। তেমনি আপনার পরিবারেও আপনি একজন খেলোয়ার। সবাইকে সহযোগিতা করুন আপনিই জিতে যাবেন। অন্তত স্বামী-স্ত্রীর মধ্যে এটা করুন। দুজনের লক্ষ্যটা এক বানিয়ে নিন।

বছরের প্রতিটি দিনই হোক প্রিয় মানুষের সান্নিধ্যে...ভালোবাসায় ভরপুর।  

লেখা: জোবায়ের রুবেল 


বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এসআইএস 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।