ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

না ফেরার দেশে ফ্যাশন ডিজাইনার ওয়েন্ডেল রডরিক্স

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৫, ফেব্রুয়ারি ১৩, ২০২০
না ফেরার দেশে ফ্যাশন ডিজাইনার ওয়েন্ডেল রডরিক্স ওয়েন্ডেল রডরিক্স

না ফেরার দেশে চলে গেলেন পদ্মশ্রী প্রাপ্ত ফ্যাশন ডিজাইনার ওয়েন্ডেল রডরিক্স। বুধবার গোয়ার বাসভবনে মৃত্যু হয় তার। ওয়েন্ডেল রডরিক্সের বয়স হয়েছিল ৬০ বছর। 

নব্বইয়ের দশক থেকে এই ডিজ়াইনারের কাজ জনপ্রিয়তা পায়। তিনি আন্তর্জাতিক মঞ্চেও কাজ করেছেন।

রিসর্ট ওয়্যার, মিনিমালিজ়ম, ইকো ফ্রেন্ডলি পোশাক উদ্ভাবনে তার ভূমিকা রয়েছে। সমাজকর্মী হিসেবেও পরিচিতি ছিল তার।

সমকামীর অধিকার এবং পরিবেশ রক্ষা নিয়ে রীতিমতো সরব ছিলেন তিনি।  

রডরিক্সের প্রয়াণে শোকস্তব্ধ ফ্যাশন ইন্ডাস্ট্রি এবং বলিউড। তার জন্য শোক জানিয়েছেন আনুশকা, জ্যাকুলিনসহ বলিউড তারকারা।  


বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এসআইএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।