ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

অলস সন্ধ্যায় মুড ও স্বাদ বদলে 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
অলস সন্ধ্যায় মুড ও স্বাদ বদলে  পাকোরা

করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে চলছে লম্বা ছুটি। এই অলস সময় কাটতেই চাইছে না অনেকের। ঘরের সবাই যখন মনমরা হয়ে চিন্তা করে সামনের দিনগুলোতে কি অনিশ্চয়তা অপেক্ষা করছে সেই আশঙ্কায়। 

তখন সবার মন ভালো করে কিছুটা সময় আনন্দময় করতে কী করা যায়? মজার কিছু খাবার ঝটপট তৈরি করে নিয়ে আসুন। দেখুন সবাই কেমন আড্ডায় মেতে ওঠে।

 


খুব সহজে তৈরি করতে পারেন নুডলস-সবজি পাকোরা ও মাছের কাটলেট:


নুডলস ১ কাপ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, গাজর কুঁচি আধা কাপ, আলু কুঁচি আধা কাপ, মটরশুঁটি ১ কাপ, পেঁয়াজ কুঁচি আধা কাপ, কাঁচামরিচ কুঁচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুঁচি ২ টেবিল চামচ, ডিম ১টি, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, ময়দা ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ভাজার জন্য তেল পরিমাণমতো।  

প্রণালী

নুডলস সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। গাজর ও আলু কুঁচি আধা সেদ্ধ করুন। ডিম ফেটে নিতে হবে। এবার সব উপকরণ ফেটানো ডিমের সঙ্গে ভালোভাবে মেখে গরম ডুবোতেলে পাকোরা ভেজে তুলুন।  

পছন্দের সস এবং সালাদের সঙ্গে গরম গরম মচমচে নুডলস-সবজি পাকোরা পরিবেশন করুন।


 মাছের কাটলেটমাছের কাটলেট

উপকরণ 

রুইমাছ ২৫০ গ্রাম  ফিলে, পেঁয়াজ কুচি ২টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি  আধা চা চামচ, 
ধনেপাতা ২ টেবিল চামচ, আদাবাটা ১ চামচ, জিরা গুঁড়া আধ চামচ, ব্রেডক্রাম               আধ চামচ, ডিম ১ টা ফেটানো, তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো।  

প্রণালী 
পাত্রে আধা কাপ পানি, মাছের ফিলে লবণ মিশিয়ে সেদ্ধ করে নিন।

এবার ছেঁকে পানি ফেলে দিয়ে কাটা চামচ বা কাচের গ্লাসের গোড়া দিয়ে সেদ্ধ ফিলেগুলো পিষে চটকে দিন।

চটকানো মাছের সঙ্গে কাঁচা মরিচ, জিরা গুঁড়া, ব্রেডক্রাম, আদাবাটা, ধনেপাতা, ডিম আর লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

পছন্দের সাইজে কাটলেটের আকারে গড়ে নিন। ডুবু তেলে সোনালি করে ভেজে তুলুন।

সস ও সালাদ দিয়ে গরম গরম পরিবেশন করুন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।