একসঙ্গে একটু বেশি বাজার করে সঠিক নিয়মে সংরক্ষণ করতে পারলে টাটকা সবজি খেতে পারবো অনেক দিন। ফল-সবজি সংরক্ষণের উপায়গুলো হচ্ছে:
• খাবার সংরক্ষণের জন্য প্রথমে সেটি ধুয়ে শুকিয়ে নিতে হবে
• সবজি ধুয়ে, কেটে পারলে রোদে রাখুন কিছু সময়
• তারপর ভ্যাকুম প্যাকে ভরে ডিপ ফ্রিজে রেখে দিন
• রান্নায় যেসব গ্রেভি ব্যবহার হয়, সেগুলোও তৈরি করে এভাবে ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন
• সজনে পাতা, ধনিয়া পাতা, মাশরুম, শিমের বিচি ভালোভাবে শুকিয়ে সংরক্ষণ করে সারা বছরের চাহিদা মেটানো যায়
• ক্যাপসিক্যাম, শশা ও টমেটো ফ্রিজের বাইরেই রাখুন
• টমেটো সংরক্ষণ করতে হবে ডিমের মতো করে সাজিয়ে
• এছাড়া গাজর ও পেঁয়াজের ভালো রাখতে সমপরিমাণ পানি আর ভিনেগার নিয়ে, তার সঙ্গে সামান্য লবণ আর চিনি মিশিয়ে ফুটিয়ে নিন।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা এপ্রিল ২৭, ২০২০
এসআইএস