রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নজর দিতে হবে খাবারের দিকে। প্রতিদিন ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল খেলে শরীরের বিভিন্ন রোগ নিয়ন্ত্রণ করে সুস্থ থাকতে সাহায্য করে।
আমলকির অনেক গুণ রয়েছে জানেনই তো। তারপরও এই মহামারি করোনার সময় আরও একবার জেনে নিন কেন প্রতিদিন একটি হলেও আমলকি খেতে হবে:
• আমলকি হৃদযন্ত্র ও মস্তিষ্কের শক্তিবর্ধক
• আমলকি সর্দি, কাশি ও গলাব্যথা দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়
• এটি ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে
• কয়েক ধরনের ক্যান্সারের বিরুদ্ধেও কাজ করে
• ডায়াবেটিস, ক্যান্সার, প্রদাহ এবং কিডনি-রোগ নিয়ন্ত্রণে আমলকির জুড়ি নেই
• রক্তের কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে
• নিয়মিত খেলে লিভারের কর্মক্ষমতা বাড়ে
• হজম ক্ষমতা ও খাওয়ার রুচি বাড়ে
• রক্তস্বল্পতা দূর করতেও সহায়তা করে
• আমলকিতে অ্যান্টিঅ্যাজিং উপাদান রয়েছে, যা বয়স ধরে রাখতে সহায়তা করে।
অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আমলকি শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেয় । ছোট এই আমলকির এত গুণ, তাকে আর দূরে রাখা কেন!
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুন ০৩, ২০২০
এসআইএস