অতন্ত প্রয়োজনীয় সঙ্গে থাকা সবচেয়ে প্রিয় মোবাইল ফোনটি ভিজে গেলে যা করতে হবে:
• তাত্ক্ষণিকভাবে সেটটি বন্ধ করে দিন
• সিমকার্ড ও ব্যাটারি খুলে ফেলুন
• প্রয়োজনে কেসিংও খুলে ফেলুন
• শুকনো কাপড় বা টিস্যু দিয়ে ডিসপ্লে মনিটর, সার্কিট ব্যাটারি, কিপ্যাড, কেসিং ভালোভাবে মুছে নিন
• ভুলেও ফোনে হেয়ার ড্রায়ার দিয়ে বা ওভেনে শুকাতে যাবেন না
• এতে ফোনের পার্টস গলে যেতে পারে, ঘটতে পারে বড় দুঘর্টনা
• বৃষ্টির পরে রোদ উঠলে কিছু সময় রোদে রাখতে পারেন ফোনটি।
• ভালোভাবে শুকিয়ে নিয়েই ফোন চালু করুন।
বৃষ্টির দিনে বাইরে বেরোনোর সময় সেটটি ওয়াটারপ্রুফ ব্যাগ কিংবা কাগজের ভেতরে নিয়ে বের হওয়াই বুদ্ধিমানের কাজ।
সেটে কোনো ধরনের সমস্যা দেখা দিলে নিদির্ষ্ট সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।
করোনার এই সময়ে দিনে কয়েকবার জীবাণুনাশক দিয়ে মুছে ফোন জীবাণুমুক্ত করে নিন।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জুন ০৪, ২০২০
এসআইএস