করোনা ভাইরাস প্রতিরোধে ডব্লিউএইচওর (WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ও এফএসএসএআই (FSSAI)’ থেকে দেওয়া পরামর্শ অনুযায়ী রান্না করার সময় যা করতে হবে:
• রান্না করার আগে হাত ধুয়ে নিন
• বাজারজাত খাবার ধরলেও হাত ধুয়ে নেবেন
• হাত ধুয়ে হবে রান্নাঘরে বর্জ্য ফেলে দেওয়ার পরেও
• রান্নাঘরের কাজ শেষে নিজের হাত পরিষ্কার করার কথা মনে আছে তো!
• এছাড়াও কাঁচা খাবার এবং রান্না করার খাবারের জন্য চপিং বোর্ড এবং ছুরি আলাদা রাখুন
• সব খাবার ভালোভাবে রান্না করুন
• রান্না করা খাবার সবসময় পরিষ্কার জায়গায় রাখুন
• রান্নাঘর এবং রান্নাঘরে খাবার রাখার জায়গা নিয়মিত পরিষ্কার করুন
• প্রতিদিন রান্না করা টাটকা খাবার খান।
হ্যান্ড স্যানিটাইজার মেখে কখনোই রান্না ঘরে চুলার কাছে যাবেন না।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুন ১০, ২০২০
এসআইএস