ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

খুলে যাচ্ছে শপিংমল, প্ল্যান হচ্ছে শপিংয়ে যাওয়ার?

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, জুন ১২, ২০২০
খুলে যাচ্ছে শপিংমল, প্ল্যান হচ্ছে শপিংয়ে যাওয়ার? বসুন্ধরা সিটি শপিংমল

দীর্ঘদিন বন্ধ থাকার পর করোনার আতঙ্ক কাটিয়ে মানুষর প্রয়োজনে খুলে যাচ্ছে দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় শপিংমল বসুন্ধরা সিটি। বসুন্ধরা সিটির পরে খুলতে শুরু করবে দেশের প্রায় সবগুলো শপিংমল।  

বেশ অনেকদিন কেনাকাটা হয়নি বা শপিংয়ে যাওয়া হয়নি ভেবে যারা প্ল্যান করছেন শপিংয়ে যাওয়ার, আগেই জেনে নিন কীভাবে শপিংয়ে যাবেন এবং করোনা থেকে নিরাপদে নিজের প্রয়োজনীয় পণ্যটি কিনে নিয়ে আসবেন: 

•    নিরাপত্তার জন্য প্রতিষ্ঠানগুলোর বসানো বেসিন থেকে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে জীবাণুমুক্ত করে নিন

•    জীবাণুনাশক ট্রে-তে পা রেখে জুতার জীবাণুগুলো বাইরে রাখুন এরপর জীবাণুনাশক টানেলের ভেতর দিয়ে শপিংমলে প্রবেশ করুন
•    শপিংমলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন
•    যতদূর সম্ভব ভিড় এড়িয়ে চলার চেষ্টা করুন 
•    প্রয়োজনের অতিরিক্ত সময় শপিংমলে অবস্থান করবেন না
•    দলবেঁধে আড্ডা দেওয়ার সময় এখনো আসেনি 
•    খুব প্রয়োজনে শপিংমলে যান এবং প্রয়োজনীয় পণ্যটি কিনে দ্রুত বেরিয়ে আসুন 
•    শপিংমলে কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনাগুলো মেনে চলুন 
•    ছোট শিশু বয়স্ক বা অসুস্থ কাউকে শপিংমলে নিয়ে যাবেন না
•    অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রাখুন 

•    সব সময় সঙ্গে একটি হ্যান্ড স্যানিটাইজার রাখুন। কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে নিন

•    দোকানিকে টাকা বা কার্ড দেওয়ার সময় হাতে গ্লাভস পরে নিবেন বা টিসু দিয়ে ধরবেন 

•    বাড়ি ফিরে শপিং করা প্যাকেটগুলো কয়েক ঘণ্টা রেখে দিয়ে তারপর জিনিসগুলো বের করে গুছিয়ে রাখুন।

যতদিন না এই মহামারি করোনা দূর হয় ততদিন পর্যন্ত নিজেদের নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গুলো নিতে হবে আমাদের।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, জুন ১২, ২০২০
এসআইএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।