ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

পুষ্টির ডিনামাইট সজনে ত্বকের যত্নেও অপ্রতিদ্বন্দ্বী! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জুন ১৮, ২০২০
পুষ্টির ডিনামাইট সজনে ত্বকের যত্নেও অপ্রতিদ্বন্দ্বী!  উজ্জ্বল ত্বক

সজনে সবার প্রিয় সবজি। এতে আমাদের সুস্থতার জন্য এত বেশি উপাদান আর উপকারিতা রয়েছে যে সজনেকে ‘পুষ্টির ডিনামাইট’ বলা হয়। সজনের গাছের বিভিন্ন উপাদান যেমন ফুল, পাতা, ফল, বীজ সব কিছুতেই রয়েছে অনেক গুণ। আমাদের শরীরের পাশাপাশি ত্বকের যত্নেও সজনে পাতা অপ্রতিদ্বন্দ্বী।  

ত্বকে নিয়মিত সজনে পাতা ব্যবহারে 

•    সজনে পাতার গুঁড়া করে অরিভ ওয়েল মিশিয়ে ত্বকের লাগালে বলিরেখা এবং ত্বকের ক্ষত দূর হয়

•    সজনে আমাদের ত্বক উজ্জ্বল করে এবং ত্বকের কুঁচকানো ভাব দূর করে 

•    দাগ-ছোপ দূর করে আমাদের ত্বকের তারুণ্য ধরে রাখে

•    সজনের তেল ঠোঁটের আর্দ্রতা বজায় রাখে, কোমল থাকে 

•    সজনের তেলে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে, এটি ব্রণর সমস্যা কমাতে সাহায্য করে

•    এটা ত্বকের প্রয়োজনীয় কোলাজেন প্রোটিন উৎপাদনে সাহায্য করে যা ছিদ্র বন্ধ হতে সাহায্য করে।   

সজনে পাতা রোদে শুকিয়ে গুঁড়া করে পাউডার বানিয়ে নিন।

অনেক দিন পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবেন। সপ্তাহে তিন দিন এক টেবিল চামচ সজনে পাতার গুঁড়ার সঙ্গে মধু, গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে মাখুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে নিন। মাত্র এক সপ্তাহ ব্যবহারেই কোমল, মসৃণ, দাগহীন উজ্জ্বল ত্বক চোখে পড়তে শুরু করবে।  


বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, জুন ১৮, ২০২০
এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।