এই মহামারি করোনা ঠেকাতেও চশমার ভূমিকা রয়েছে। করোনার ভাইরাস চোখের ভেতর দিয়েও আমাদের শরীরে প্রবেশ করে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
যারা চশমা ব্যবহার করেন-
• যতক্ষণ না পরবেন সেই সময়টা চশমা সব সময় খাপের মধ্যে রাখার চেষ্টা করুন
• করোনার দিনে গহনা, ঘড়ি ব্যবহারে নিরুৎসাহিত করা হয়। তবে চশমা তো ব্যবহার করতেই হয়
• প্রতিদিন অন্তত একবার নিয়ম করে চশমা পরিষ্কার করতেই হবে
• হালকা গরম পানি ও সাবান দিয়ে চশমা ধুয়ে জীবাণুমুক্ত করে নিন
• পানি শুকিয়ে গেছে নরম কাপড় দিয়ে মুছে রাখুন
• এই সময়ে এমন ফ্রেম বাছাই করুন যেন পানিতে ভিজিয়ে রাখলেও রং না ওঠে
• আপনাকে যদি চশমা পরেই জরুরি কাজ করতে হয়। তাহলে অবশ্যই কয়েক সেট চশমা রাখুন
• অফিসের ব্যাগেও অবশ্যই স্পেয়ার চশমা রাখবেন
• একটি নির্দিষ্ট জায়গায় চশমা রাখুন
• প্রয়োজনে খুঁজতে হবে না।
ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই নির্দিষ্ট পাওয়ারের চশমা নিন।
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, জুন ২২, ২০২০
এসআইএস