ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

জেনে নিন গুগলে আপনার কতটুকু জায়গা খালি! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
জেনে নিন গুগলে আপনার কতটুকু জায়গা খালি! 

গুগল আর ফ্রি ফ্রি ব্যবহারকারীদের ছবি রাখবে না, এটা তো নতুন ঘোষণায় সাফ জানিয়ে দিয়েছে।  

জরুরি নথি ও ছবি রাখার জন্য আমরা গুগল স্টোরেজের ওপর অনেকটাই নির্ভর করি।

এতো দিন যেমন ইচ্ছা যতটুকু প্রয়োজন পুরোটাই ফ্রি ব্যবহার করা যেত। গুগল অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহারকারীদের যে ১৫ গিগাবাইট ফ্রি স্টোরেজ দেওয়া হয়, এখন থেকে সেই স্টোরেজের মধ্যেই ছবি রাখতে হবে। ছবি সংরক্ষণে বাড়তি স্টোরেজ প্রয়োজন হলে মূল্য পরিশোধ করে ব্যবহার করতে হবে ক্লাউড সেবা ‘গুগল ওয়ান’।

এর পাশাপাশি কেউ ছবি এবং অন্যান্য তথ্য সংরক্ষণের জন্য ক্লাউড সুবিধা নিতে চাইলে তাকে গুগল ওয়ান-এর সাবস্ক্রিপশন নিতে হবে। সর্বনিম্ন মাসিক ২ ডলার থেকে শুরু করে বিভিন্ন প্যাকেজে এই সাবস্ক্রিপশনে নেওয়া যাবে।  

গুগল এখন বলছে, আগামী বছরের জুন নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে।  

এখনই চিন্তায় পড়ে গেলেন? বেশ তো, এই লিংকে গিয়ে আগেই জেনে নিন গুগলে কতটুকু জায়গা ব্যবহার করছেন: photos.google.com/storage

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।