ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

বড়রা টিকা পাচ্ছে, শিশুরা করোনা থেকে বাঁচবে কীভাবে! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
বড়রা টিকা পাচ্ছে, শিশুরা করোনা থেকে বাঁচবে কীভাবে! 

মহামারি করোনার ভয়াবহতায় স্তব্ধ ছিল পুরো ২০২০ সাল। কিন্তু ২১ এসেছে করোনা মুক্তির বার্তা নিয়ে।

সঙ্গে এনেছে করোনার টিকা। তবে এখনো শুধু বয়স্কদের টিকা দেওয়া হচ্ছে। তাহলে করোনার বিরুদ্ধে কীভাবে লড়বে শিশুরা? 

বিশেষজ্ঞা বলেন-

  • শিশুদের করোনায় আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা প্রাপ্তবয়স্কদের তুলনায় খুব কম। তাই শিশুদের সুরক্ষা নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই  
  • শিক্ষা প্রতিষ্ঠান এখনো বন্ধ রয়েছে, তাদের বাইরেও কম যাওয়া হচ্ছে এজন্য শিশুদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিও বয়স্কদের চেয়ে কম 
  • শিশুদের হাত ধুয়ে দেওয়া ও সামাজিক দূরত্ব মেনে চলা নিশ্চিত করতে হবে 
  • ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে 
  • বাবা-মা বাইরে থেকে ফিরে সেই পোশাকে শিশুকে আদর করা বা কাছে নেওয়া যাবে না 
  • ১৮ বছরের কম বয়সিদের আপাতত টিকা দেওয়া হচ্ছে না। সম্প্রতি ফাইজার এবং মর্ডানা-র ভ্যাকসিন শিশুদের ওপরে (১২-১৭ বছর বয়স) ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর ঘোষণা দিয়েছে।  তবে শিশুদের জন্য ঠিক কবে থেকে কোভিড ভ্যাকসিন দেশে আসতে পারে, তা এখনো নিশ্চিত করে জানানো হয়নি।  
  • তাই শিশুদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করেই করোনা থেকে সুরক্ষার পথ খুঁজতে হবে।  

আর জ্বর-ঠান্ডা-কাশি, চোখ ওঠা বা খাবারের গন্ধ না পাওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত করোনার পরীক্ষা করিয়ে চিকিৎসকের পরামর্শমতো চলতে হবে।  

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।