ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

মোবাইল পানিতে পড়লে যা করবেন, যা করবেন না

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৫, অক্টোবর ১৬, ২০২১
মোবাইল পানিতে পড়লে যা করবেন, যা করবেন না ছবি: প্রতীকী

অসাবধানতাবশত পছন্দের মোবাইলটি বালতির পানিতে বা কখনো বেসিনে পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। আবার বৃষ্টিতে কিংবা অন্য কোনোভাবে মোবাইলের মধ্যে পানি চলে যেতে পারে।

এক্ষেত্রে যা করবেন আর যা করবেন না তা জেনে নিন-

যা করবেন-

অল্প পানি পড়লেও ফোন বন্ধ করে দিন।

ফোনের ব্যাটারি, সিম কার্ড সবটা খুলে রাখুন।

মসলিন কাপড় বা টিস্যু দিয়ে সেগুলো মুছে রেখে দিন।

বাড়িতে ইলেকট্রনিক্স বাল্ব থাকলে, তার সামনে ব্যাটারি, ফোন, সিম কার্ড শুকিয়ে নিন।  

ফোনের স্পিকারেও পানি যাওয়ার সম্ভাবনা থাকে। সেটিও বাল্বের সামনে রেখে দিয়ে শুকিয়ে নিন।

পানি শুকিয়ে গেলেও সারারাত ফোন বন্ধ করে রেখে দিন।

যা করবেন না-

ভেজা ফোনটি ব্যবহার না করে সবার আগে সেটিকে সুইচ অফ করতে হবে।

পানি ঝাড়ার জন্য ফোনটি এদিক-ওদিক অপ্রয়োজনীয়ভাবে নাড়াবেন না। এতে ফোনের ভেতর পানি ঢুকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পানিতে পড়ে যাওয়া ফোনটি শুকানোর জন্য ভুলেও হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। এতে অতিরিক্ত গরমে ফোনের ভেতরের যন্ত্রাংশ গলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ভেজা ফোনটি কখনো দেয়ালে লাগানো চার্জারের পয়েন্টের সঙ্গে যুক্ত করবেন না। এতে তড়িতাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আপনার ভেজা ফোনটি ৩.৫ মিমি হেডফোনের সঙ্গেও যুক্ত করবেন না। এক্ষেত্রেও তড়িতাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

ফোনের পাশে যেসব পাওয়ার বাটন, ভলিউম বাটন রয়েছে সেগুলো অকারণে ঘাঁটাঘাটি করবেন না। এতে পানি ভেতরে চলে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়।

ফোন সার্ভিস সেন্টারে নিয়ে গেলে টেকনিশিয়ানকে সব জানান। আপনার ফোনে কতটা পানি ঢুকতে পারে, ফোনটি কিভাবে পানিতে পড়ে গেল সে বিষয়ে জানাবেন। নয়তো সঠিক তথ্যের অভাবে টেকনিশিয়ান ফোনের আরও অনেক বেশি ক্ষতি করে দিতে পারে।

বাংলাদেশ সময়: ঘণ্টা ০৮৫৫, অক্টোবর ১৬, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।