ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

যেভাবে বুঝবেন মানসিক চাপে আছেন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
যেভাবে বুঝবেন মানসিক চাপে আছেন

কর্মস্থলে কাজের চাপ হোক বা ব্যক্তিগত জীবনে বিভিন্ন কারণে মানসিকভাবে আমরা বিপর্যস্ত হয়ে পড়ি। এ রকম পরিস্থিতি আমাদের অস্থিরতাকে বাড়িয়ে তোলে।

মানসিক স্থিতিশীলতা বিনষ্ট হয়। এছাড়া নানাভাবে শরীর জানান দেয় যে আমরা মানসিক চাপে আছি। সেগুলি কী কী?

ক্লান্ত লাগা: সারাদিনই ক্লান্ত লাগছে? একটু কাজ করলেই মনে হচ্ছে অনেক পরিশ্রম করে ফেলেছেন? সর্বক্ষণ একটা ঘোর ঘোর ভাব আপনাকে ঘিরে রয়েছে? এগুলো সবই মানসিক চাপের লক্ষণ।

বিরক্তি: সব সময় একটা বিরক্তি কাজ করছে আপনার মধ্যে? সারাদিনে যে কাজই করুন বা যার সঙ্গেই কথা বলুন, সবটাই ভীষণ অসহ্যকর মনে হচ্ছে কী? তার অর্থও আপনি মানসিক চাপে রয়েছেন।

খিদে পাওয়া: মাঝে মধ্যেই খিদে পাচ্ছে? ভরপেট খাওয়ার পরেও আপনার মনে হতে পারে আপনি কিছু খাননি। এটাও মানসিক চাপের লক্ষণ।

হৃদস্পন্দন বৃদ্ধি: কারণে অকারণে বুক ধড়ফড় করছে বা হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে? এটাও মানসিক চাপের লক্ষণ।

চাপ কমাতে কী করবেন?
রাতে অন্তত ৮ ঘণ্টা ঘুমোনোর অভ্যাস করুন। সকালে উঠে অবশ্যই শরীরচর্চা করুন। প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন স্বাস্থ্যকর খাবার। নিয়মিত বিশ্রাম নিন। সারাদিনে একবার অন্তত সময় বার করে পরিবার ও বন্ধুদের সঙ্গে কথা বলুন।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।