ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

আড়ংয়ের ২৫তম আউটলেটের উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২২
আড়ংয়ের ২৫তম আউটলেটের উদ্বোধন

ঢাকা: রাজশাহীতে শুক্রবার (১ এপ্রিল) উদ্বোধন করা হয়েছে দেশের বৃহত্তম লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের ২৫তম আউটলেট।

অত্যাধুনিক নির্মাণশৈলীর ১২ হাজার বর্গফুটের দুইতলা বিশিষ্ট এই আউটলেটে পোশাক, ঘর সাজানোর ও জুয়েলারি পণ্যসহ আড়ংয়ের সাব-ব্র্যান্ড তাগা, তাগা ম্যান এবং আড়ং আর্থের পণ্যগুলো পাওয়া যাবে।

এছাড়া আড়ংয়ের ঈদের কালেকশন পাওয়া যাবে এই আউটলেটটিতে।

আড়ংয়ের সিওও মোহাম্মদ আশরাফুল আলম আড়ং ও ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে আউটলেটটি উদ্বোধন করেন।

সিওও আশরাফুল আলম বলেন, দেশ এবং দেশের বাইরে হস্তশিল্পের পণ্যের প্রচার ও প্রসারের ব্যাপারে আড়ং সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ এবং রাজশাহীতে আমাদের এই যাত্রা সেই প্রতিশ্রুতি পূরণেরই একটি ধাপ।

কোভিড-১৯ এর সংক্রমণ রোধে ও একটি নিরাপদ শপিং এর পরিবেশ নিশ্চিত করতে আউটলেটটিতে বিশেষ সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে। আউটলেটে প্রবেশের আগে গ্রাহকদের মাস্ক পরিধান করা আবশ্যক এবং তাপমাত্রা পরীক্ষাসহ হাত স্যানিটাইজ করতে হবে।

এছাড়াও গ্রাহকরা সীমিত সময়ের জন্য ৫০০০ টাকা বা তার বেশি কেনাকাটা করে ‘মাই আড়ং রিওয়ার্ডস কার্ড’-এর সদস্য হতে পারবেন এবং সারা বছর ব্যাপী বিশেষ সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন।

আড়ং বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের একটি সামাজিক উদ্যোগ।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।