ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পুরোনোদের হাতেই মানিকগঞ্জ আ.লীগের নেতৃত্ব 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
পুরোনোদের হাতেই মানিকগঞ্জ আ.লীগের নেতৃত্ব 

মানিকগঞ্জ: দীর্ঘ সাত বছর পর মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নতুন করে সাবেকদের হাতেই নেতৃত্ব তুলে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (১১ ডিসেম্বর) বিকেলের দিকে মুক্তিযুদ্ধের বিজয় মেলা মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যের শেষে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন ও সাধারণ সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা আবদসু সালামের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ গত ২০১৫ সালের ১৭ জানুয়ারি মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন ও সাধারণ সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম নির্বাচিত হন। তারা দুইজনই মানিকগঞ্জ জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন।

গোলাম মহীউদ্দীন জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান। অন্যদিকে সাধারণ সম্পাদক আবদুস সালাম ১৯৭৬-৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ২৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।