ঢাকা, বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ফার্মগেটে হলিক্রস কলেজের সামনে ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৩, অক্টোবর ৯, ২০২৫
ফার্মগেটে হলিক্রস কলেজের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর ফার্মগেটে হলিক্রস কলেজ ও হোলি রোজারি চার্চের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (৮ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে এ বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এক প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ধোঁয়া দেখা যায়। এরপর পথচারীরা আতঙ্কিত হয়ে আশপাশ থেকে সরে যান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুজন ব্যক্তি ককটেল ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

এমএমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।