ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শেবাচিম হাসপাতালে অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
শেবাচিম হাসপাতালে অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিক‌্যাল কলেজ (শেবা‌চিম) হাসপাতালে চিকিৎসায় অবহেলার কারণে রোগীর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় হাসপাতালের মেডিসিন-৩ ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর মৃত্যু হয়।

মারা যাওয়া ওই রোগী হলো মাদারীপুরের কালকিনি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে মো. হান্নানের স্ত্রী রিজিয়া বেগম (৬০)।

তার কন্যা রোজি বেগম জানান, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয় মা রিজিয়া বেগম। দুইদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রোজির দাবি, চিকিৎসকদের অবহেলায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার মায়ের মৃত্যু হয়েছে।

চিকিৎসকদের অবহেলার প্রতিবাদ করায় তারা তাদের উপর চড়াও হয়েছিলো বলে অভিযোগ করেন রোজি। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করেছে।

প্রত্যক্ষদর্শী জানান, ওই রোগীর মৃত্যুর পর স্বজনরা চিকিৎসকদের উপর ক্ষুব্ধ হয়। এ সময় তারা ইন্টার্নি চিকিৎসকদের কক্ষে লাথি দেয়। এতে চিকিৎসকরাও ক্ষুব্ধ হয়। তবে মানবিক বিবেচনায় চিকিৎসকরা শান্ত হয়েছে। পরে রোগীর স্বজনরা মৃতদেহ নিয়ে চলে গেছে।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিরাজ হোসেন জানান, রোগীর মৃত্যুর পর স্বজনরা একটু উত্তেজিত হয়ে ওঠে। খবর পেয়ে তারা গিয়ে পরিস্থিতি শান্ত করেছেন। নারীর মৃত্যুতে স্বজনরা একটু উত্তেজিত হবে, সেই বিবেচনায় চিকিৎসকরা কিছুই বলেনি। পরে স্বজনরা মরদেহ নিয়ে চলে গিয়েছে বলে জানিয়েছেন মিরাজ।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম বলেন, একটু সমস্যা হয়েছিলো। সেটা সমাধান হয়েছে বলে আমাকে জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, ডি‌সেম্বর ২০, ২০২২
এসএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।