ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিএনজি ও রিকশার প্রতিযোগিতায় প্রাণ গেল আইনজীবীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
সিএনজি ও রিকশার প্রতিযোগিতায় প্রাণ গেল আইনজীবীর ফাইল ফটো

নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দুই সিএনজি ও রিকশা প্রতিযোগিতা করে চালিয়ে বজলুর রহমান নামে এক আইনজীবীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে ফতুল্লার সস্তাপুর এলাকায় মাস সিএনজি পাম্পের সামনে লিংক রোডে এঘটনা ঘটে।

মো. বজলুর রহমান (৭০) শহরের উত্তর চাষাড়া এরাকার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী এবং নারায়ণগঞ্জ টেক্সেস বারের সাবেক সভাপতি।

নারায়ণগঞ্জ টেক্সেস বারের সভাপতি অ্যাডভোকেট রতন কান্তি ধর জানান, বিকেলে ফতুল্লার সস্তাপুর এলাকায় মাস সিএনজি পাম্পের সামনে লিংক রোড পারের সময় প্রতিযোগিতা করে বেপরোয়া চালিয়ে আসা অজ্ঞাত দুই সিএনজি ও রিকশার মধ্যে একটি অ্যাডভোকেট বজলুর রহমানকে ধাক্কা দেয়। তিনি ঘটনাস্থলেই মারা যান।  

সিএনজি ও রিকশা নিয়ে চালকরা পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা তা পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
এমআরপি /এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।