ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

সাজেকে পর্যটকবাহী থ্রি-হুইলার উল্টে আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
সাজেকে পর্যটকবাহী থ্রি-হুইলার উল্টে আহত ৪

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পর্যটকবাহী থ্রি-হুইলার উল্টে চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার পর্যটন নগরী সাজেক ইউনিয়নের মাচালং সড়কের একুইজ্যাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ফাতেমা-তুজ জোহরা (৩৮) ও সালাউদ্দিন (৪০) নামে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের পার্শ্ববর্তী খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে- বৃহস্পতিবার সকালে সাজেক মাচালং সড়কের একুইজ্যাছড়ি এলাকায় পর্যটকবাহী থ্রি-হুইলার (চট্টমেট্রো-ক ০৫-০৯৮৩) উল্টে চারজন পর্যটক আহত হয়েছেন। আহত পর্যটকদের বাড়ি চট্টগ্রাম শহরে বলে নিশ্চিত করেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা এবং সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন। সাজেক সড়কে এ ধরনের থ্রি-হুইলার চলাচল নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে অনেক পর্যটক অসন্তোষ প্রকাশ করেন।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলমের ফোনে বহুবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।