ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শীতের সবজিতে স্বস্তির নিঃশ্বাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
শীতের সবজিতে স্বস্তির নিঃশ্বাস

বরগুনা: শীতের সবজিতে সয়লাব দক্ষিণের জেলাগুলোর বাজার। অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু ও খাদ্যআঁশ সমৃদ্ধ শীতকালীন সবজি, যা এখন প্রায় সারা বছরই পাওয়া যায়।

তরকারি বা সালাদ হিসেবে এই সবজির জুড়ি মেলা ভার।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বরগুনার একাধিক বাজারে সব ধরনের শীতকালীন সবজি বিক্রি হয়েছে ২০-৩০ টাকার মধ্যে।  
ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় বাজারে বেশি সবজি আসছে। তাই অধিকাংশ সবজির দাম এখন ক্রেতার নাগালের মধ্যে।

জেলার বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির। যেমন- শালগম, বাঁধাকপি, ওলকপি, লালশাক, মটরশুঁটি, পালংশাক, মূলা, শিম, টমেটো, পেঁয়াজ কলি, লাউ, ব্রোকলি, গাজর, ধনিয়াপাতা ইত্যাদি।

ঢলুয়া ইউনিয়নের বাসিন্দা সিদ্দিক হাওলাদার বলেন, শীতকালীন শাকসবজির দাম গত সপ্তাহের তুলনায় কমতে শুরু করেছে। তবে গাজর বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে।

পৌর কাঁচা বাজারে ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বেশি থাকলে দাম কম থাকে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে ও জোগান বাড়লে আরও দাম কমবে।

বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু সৈয়দ মো. জোবায়দুল আলম বাংলানিউজকে বলেন, অনেক সময় কতিপয় অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় বিভিন্ন পণ্যের দাম বেশি রাখেন। তবে বাজার যথাযথ মনিটরিং করার কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমতে শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।