ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরবনের জেলেদের মধ্যে শীতবস্ত্র বিতরণ র‌্যাবের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
সুন্দরবনের জেলেদের মধ্যে শীতবস্ত্র বিতরণ র‌্যাবের

বাগেরহাট: সুন্দরবনের জেলে ও বনজীবীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬।  

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলার মাছ বাজার এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

র‌্যাব- ৬ এর অধিনায়ক লে. কর্নেল মোস্তাক আহম্মদ এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ।

এ সময় র‌্যাব- ৬ এর কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মো. বদরুদ্দোজা, স্কোয়ার্ড কমান্ডার গোলাম রসুল, স্কোয়ার্ড কমান্ডার আবুল কালাম আজাদসহ র‌্যাবের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

জেলে মো. রায়হান বলেন, সুন্দরবনের বনদস্যুদের আক্রমনসহ বিভিন্ন বিপদ-আপদে র‌্যাব আমাদের পাশে থাকে। আজকে আমাদের ডেকে এনে শীতবস্ত্র দেওয়ায় খুব ভাল লাগছে।

জামাল গাজী নামের এক জেলে বলেন, সুন্দরবনের কাছে এসে আমাদের ডেকে ডেকে কম্বল দিবে, এটা কখনও ভাবিনি। একটি বিনামূল্যের কম্বল আনতে গিয়ে অনেক সময় আমাদের একটি দিন কেটে যায়। আর আজকে আধাঘণ্টা সময়ও অপেক্ষা করা লাগেনি। যখন আসতে বলছে, তখনই এসে কম্বল পেয়েছি। র‌্যাবের সিও স্যারের কথা শুনে আমাদের খুব ভাল লেগেছে।

শীতবস্ত্র বিতরণ শেষে জেলেদের উদ্দেশ্যে র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মোস্তাক আহম্মদ বলেন, র‌্যাবের হাত ধরেই সুন্দরবনকে দস্যুমুক্ত হয়েছে। সেই ধারাবাহিকতায় জেলেরা যাতে সুন্দরবনে নিরাপদে নির্ভিগ্নে মাছ ধরতে পারে সেজন্য, আমরা সব ধরণের চেষ্টা করে যাচ্ছি।  

তিনি আরও বরেন, জেলেদের পুর্নবাসনেও র‌্যাবের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় আজকে র‌্যাবের পক্ষ থেকে সুন্দরবনের জেলেদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও বনজীবীদের মাজে শীতবস্ত্রসহ বিভিন্ন উপকরণ সহায়তা দেওয়ার আশ্বাস দেন র‌্যাব-৬ এই শীর্ষ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।