ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

কিশোরগঞ্জ: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তানভীর আহমেদ (২১) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।  

সোমবার (২৬ ডিসেম্বর) দিনগত রাতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য খুরশিদ উদ্দিন বাংলানিউজকে এ তথ্য জানান।

 

এর আগে রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে সৌদি আরবের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তানভীর পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের খামা মাটির মসজিদ এলাকার বকুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সুখের আশায় উপার্জন করতে সৌদি আরবে যান তানভীর। তিনি সেখানকার নভেলটি কোম্পানিতে চাকরি করতেন। রোববার ওমরাহ শেষে ফেরার পথে মদিনায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।