ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে ওভারটেকিং করতে গিয়ে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বালিথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, সকালে ধামরাইয়ের বালিথা এলাকায় ঢাকা থেকে আরিচাগামী কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লোকাল বাসের যাত্রীসহ অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই। তবে তাৎক্ষণিকভাবে কেউ মারা যাওয়ার খবর পাইনি।

তিনি আরও বলেন, আরিচাগামী কাভার্ডভ্যানটি দ্রুতগতিতে ওভারটেকিং করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে আমাদের ধারণা। কাভার্ডভ্যানের চালককেও আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এসএফ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।