ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ফ্লাইওভার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৬, ডিসেম্বর ২৭, ২০২২
গাজীপুরে ফ্লাইওভার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় ফ্লাইওভারের ওপর থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের পরিচয় জানা যায়নি। তার তার বয়স আনুমানিক ৪০ বছর।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত এমরান বলেন, রাতে ফ্লাইওভার থেকে পড়ে ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, নিহতের পরনের জামা কাপড় দেখে ধারণা করা হচ্ছে তিনি মানসিক প্রতিবন্ধী। হয়তো রাতে ফ্লাইওভারের ওপর রেলিংয়ে বসতে গিয়ে অথবা ঘুমিয়ে পড়ার কারণে সেখান থেকে পড়ে যান তিনি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
আরএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।