ঢাকা, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

জামায়াত আমিরের সঙ্গে চীনা প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৫, সেপ্টেম্বর ২৫, ২০২৫
জামায়াত আমিরের সঙ্গে চীনা প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ সংবাদ সম্মেলন কথা বলছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে চায়না ফরেন অ্যাফেয়ার্স ইনস্টিটিউটের সহসভাপতি মি. ঝো পিংজিয়ান সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, বাংলাদেশ-চীন ঘনিষ্ঠ ও প্রতিবেশী সুলভ সম্পর্ক গড়ে তুলতে চায়। আলোচনা হয়েছে কীভাবে এ সম্পর্ককে আরও গভীর করা যায়।

অধ্যাপক পরওয়ার জানান, সাক্ষাৎকালে জামায়াত আমির বিগত সরকারের জুলুম-নির্যাতনের চিত্র তুলে ধরেন। অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও আওয়ামী লীগের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। সেই ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে জামায়াত আমির দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, জামায়াত দেশ শাসনের সুযোগ পেলে শাসক নয়, সেবক হিসেবে কাজ করবে। গ্লোবাল নিরাপত্তা নিশ্চিতে চীন যেভাবে কাজ করছে, সে বিষয়েও আলোচনা হয়েছে।

এ সময় আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হয়। জামায়াত নির্বাচনমুখী দল, তাই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।

চীনের সহসভাপতি ঝো পিংজিয়ান বলেন, চায়না-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও জোরদার ও গভীর করতে কাজ অব্যাহত রয়েছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও উন্নত হবে বলে আমরা আশা করি।

ডিএইচবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।