ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙে পড়ে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৬, ডিসেম্বর ২৭, ২০২২
নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙে পড়ে শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর দক্ষিণখান বালুর মাঠ এলাকায় একটি বাড়ির নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙে গায়ে পড়ায় প্রাণ গেল ইয়াসিন নামে দুই বছরের শিশুর।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে এই তথ্য নিশ্চিত করেন দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন চন্দ্র কর্মকার।

তিনি জানান, সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার পরে দক্ষিণখান চালাবন বালুর মাঠ এলাকায় একটি বাড়ির নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙে শিশুটি ইয়াসিনের গায়ে পড়ে। পরে লোকজন তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

এসআই আরও জানান, নিহত শিশু ইয়াসিন ময়মনসিংহের নান্দাইল উপজেলার সোহাগ মিয়ার সন্তান। বর্তমানে পরিবারের সঙ্গে ঘটনাস্থলের পাশেই দক্ষিণখান চালাবন বালুর মাঠ এলাকায় থাকতো।

আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এজেডএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ