ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুকুর পাড়ে গ্রেনেড কুড়িয়ে পেল শিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
পুকুর পাড়ে গ্রেনেড কুড়িয়ে পেল শিশু

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুকুরপাড় থেকে একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। একটি শিশু গ্রেনেডটি কুড়িয়ে পেলে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে চুনারুঘাট উপজেলার পাঁচগাতিয়া গ্রাম থেকে এটি উদ্ধার করা হয়।

পরদিন ২৮ ডিসেম্বর বিকেলে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট হবিগঞ্জে গিয়ে গ্রেনেডটির বিস্ফোরণ ঘটিয়েছে।  
 
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ বাংলানিউজকে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় পাঁচগাতিয়া গ্রামের সুরত আলীর পুকুর পাড়ে একটি শিশু খেলা করছিল। এ সময় পুকুরের পাড় ধসে গেলে শিশুটি জং ধরা একটি গ্রেনেড দেখতে পায়। রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) অজিত কুমার তালুকদারসহ পুলিশ সদস্যরা গিয়ে গ্রেনেডটি থানায় নিয়ে আসেন।

এসআই অজিত কুমার তালুকদার বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে এ গ্রেনেডটি পাকিস্তান আমলের। মাটির নিচে চাপা পড়েছিল, মাটি ধসে যাওয়ার কারণে বের হয়ে এসেছে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।