ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

দুর্গাপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৩, ডিসেম্বর ২৯, ২০২২
দুর্গাপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

নেত্রকোনা: নেত্রকোনা জেলার দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) প্রেসক্লাব মিলনায়তনে দ্বি-বার্ষিক এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি হয়েছেন নির্মলেন্দু সরকার বাবুল (যায়যায়দিন), বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহ-সভাপতি মো. মোহন মিয়া (সংবাদ), সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার (ভোরের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ (প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ এইচএম সাইদুল ইসলাম (তথ্য ধারা), বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাংগঠনিক সম্পাদক পল্টন হাজং (দিগন্ত বাংলা), বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাহী সদস্য-১ ডা. মো.কামরুল ইসলাম (শ্বাসত বাংলা), বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাহী সদস-২ নাজমুল হুদা সারোয়ার (নব কল্যান), বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাহী সদস্য-৩ ধ্রুব সরকার (ইত্তেফাক)।

নির্বাচনটি তিনজন সরকারী কর্মকর্তার পরিচালনায় সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণের মাধ্যমে সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।