ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

বিলাইছড়িতে শ্রেষ্ঠ শিক্ষক-কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
বিলাইছড়িতে শ্রেষ্ঠ শিক্ষক-কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রাঙামাটি: রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সেনাবাহিনী।  

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিলাইছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান হাবিব প্রদান অতিথি থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সেনা জোনের পক্ষ থেকে জানা যায়, উপজেলার সকল স্কুলের ৫২ জন শ্রেষ্ট শিক্ষকের মধ্যে সনদপত্র এবং সম্মাননা ক্রেস্ট, ২৬০ জন শিক্ষার্থীদের মধ্যে মেডেল ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর উত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা নিবাহী কর্মকর্তা মিজানুর রহমান, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান হাবিব বলেন, শিক্ষা উন্নয়নের একমাত্র বাহন। প্রকৃতি শিক্ষা অর্জনের মাধ্যমে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করে প্রতিটি শিক্ষার্থীদের অধ্যবসায় এর মাধ্যমে শিক্ষিত হয়ে মানবসম্পদে পরিণত হতে হবে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।