ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বর্ষবরণ নিয়ে সতর্কতায় পঞ্চগড় পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
বর্ষবরণ নিয়ে সতর্কতায় পঞ্চগড় পুলিশ ফাইল ছবি

পঞ্চগড়: ক্ষণ গণনায় আর মাত্র কয়েক ঘণ্টা। পুরাতন বছরের সঙ্গে অতীতকে বিদায় ও নতুন বছরকে স্বাগতম জানাতে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের বিভিন্ন এলাকা ও গ্রাম-গঞ্জে নানা আয়োজন করেছেন সাধারণ মানুষ।

নতুন উদযাপনে যেন কোনো নাশকতা, সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বাড়তি সতর্কতা অবলম্বন করেছে পঞ্চগড় জেলা পুলিশ।

শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় বাড়তি সতর্কতার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) এসএম সিরাজুল হুদা।

তিনি বাংলানিউজকে বলেন, বর্ষবরণকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় পঞ্চগড়েও বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। এ সময়ে যেন কোনো নাশকতা, সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। জেলার বিভিন্ন পয়েন্ট ও মূল স্থানগুলোতে সাদা পোষাকে পুলিশের টিম ডিউটি পালন করবে। আমরা মনে করি পরিস্থিতি শান্ত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।