ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

আজ মেট্রোরেলের প্রথম সাপ্তাহিক বন্ধ, ফিরে যাচ্ছেন যাত্রীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৬, জানুয়ারি ৩, ২০২৩
আজ মেট্রোরেলের প্রথম সাপ্তাহিক বন্ধ, ফিরে যাচ্ছেন যাত্রীরা

ঢাকা: যানজটের নগরী ঢাকায় মুক্তি আনতে পারে মেট্রোরেল, এ স্বপ্নকে ধারণ করে যাত্রা শুরুর প্রথম সপ্তাহ পার হলো। মঙ্গলবার (৩ জানুয়ারি) মেট্রোরেলের প্রথম সাপ্তাহিক বন্ধ।

সাপ্তাহিক বন্ধের বিষয়ে না জেনে অনেক যাত্রী এদিন এসেছেন আগারগাঁওয়ের মেট্রোরেল স্টেশনে। এসে মেট্রোরেল চলাচল বন্ধ দেখে আশাহত হয়েছেন তারা।

পরিবার নিয়ে ঘুরতে এসেছেন শরিফ হোসেন। তিনি বাংলানিউজকে বলেন, নাতি মেট্রোরেলে চড়তে চেয়েছে। ওর আবদারে পরিবারের সবাইকে নিয়ে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্য, এসে দেখলাম আজ সাপ্তাহিক বন্ধ।  

বন্ধুকে নিয়ে ঘুরতে এসেছেন শাহেদ রায়হান। তিনি বলেন, শখ হওয়াতে মেট্রোরেলে চড়তে এসেছিলাম। কিন্তু স্টেশন বন্ধ থাকায় শখ পূরণ হলো না।

গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধন করলেও সেদিন যাত্রী চলাচল বন্ধ ছিল। সেদিন শুধুমাত্র প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা টিকিট কেটে মেট্রোরেলে চড়েন।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২২
এনবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।