ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রায়পুরায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
রায়পুরায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু প্রতীকী ছবি

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় রেললাইন থেকে ট্রেনে কাটা পড়া অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের আউটারের মহিষমারা ব্রিজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

জানা গেছে, দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল অজ্ঞাত ওই ব্যক্তি। পথে মেথিকান্দা স্টেশনে পৌঁছানো আগেই মহিষমারা এলাকায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নিহত ব্যক্তির পরনে ছিল সবুজ রংয়ের লুঙি, নীল শার্ট ও জিন্সের জ্যাকেট। তার নাম-পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।  

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির পকেট থেকে দুইটি মোবাইলফোন পাওয়া গেছে। সেই ফোনের কললিস্টে থাকা কয়েকটি নম্বরে ফোন করে তার পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছি। মরদেহ সুরতহাল শেষ করে মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।