ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

৬২ কেজি গাঁজাসহ ৩ কারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
৬২ কেজি গাঁজাসহ ৩ কারবারি আটক

ঢাকা: ঢাকার আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৬২ কেজি ৩৭০ গ্রাম গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (৪ জানুয়ারি) ভোরে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কাওসার (৪০), রাসেল মিয়া (২৮) ও মেহেদী হাসান (২২)।

র‍্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান জানান, আটকরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছিলেন।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
পিএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।