ঢাকা, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৪, জানুয়ারি ৬, ২০২৩
পাকুন্দিয়ায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার টানলক্ষ্মীয়া গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মীরকে (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে গার্ড অব অনার দেওয়া হয়।

এ অনার দেন  পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিছবাহ উদ্দিন প্রমুখসহ অন্যরা।

দুপুরে জোহর নামাজের পর নিজ বাড়ি প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মীর এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার (৪ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মীর মারা যান। এর আগে গত ৩০ ডিসেম্বর বিকেলে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে
ভর্তি হন।

বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।