ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আমতলীতে অগ্নিকাণ্ড, দুটি ঘরসহ ২০ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
আমতলীতে অগ্নিকাণ্ড, দুটি ঘরসহ ২০ লাখ টাকার ক্ষতি

বরগুনা: বরগুনার আমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ঘরসহ ৬৫ মণ ধান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যক্তির।

 

রোববার (৮ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অ্যাডভোকেট নজরুল ইসলাম মোল্লার ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা পাশের মবিন মোল্লার ঘড়ে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে আমতলী উপজেলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে ৬৫ মণ ধানসহ দুটি ঘরের সব মালমাল পুরে ছাই হয়ে যায়।

ঘর মালিক অ্যাডভোকেট নজরুল ইসলাম মোল্লা জানান, অগ্নিকাণ্ডে আমার এবং আমার চাচা মবিন মোল্লার ঘর দুটি পুরে ৬৫ মণ ধানসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল পুরে ছাই হয়ে গেছে।

আমতলী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. শাহাদৎ হোসেন জানান, প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।