ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত 

ফেনী: ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ মানিক (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।  

সোমবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের বটতলা নামক স্থানে রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

স্থানীয়রা জানায়, রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। কিভাবে লোকটি দুর্ঘটনার শিকার হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।  

২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালের মর্গের ডোম আবদুর রহিম জানান, রাত ৮টার দিকে মরদেহটি মর্গে আনা হয়েছে।  

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, তাকে হাসপাতাল থেকে ফোনে জানানো হয়েছে একটি মরদেহ মর্গে আনা হয়েছে।  

নিহত মোহাম্মদ মানিক ফিরোজপুর জেলার নাসির উদ্দিনের ছেলে। তিনি ফেনী সদর উপজেলার ধলিয়ার সোমবার হাটে ভাড়া বাসায় থাকতেন। চট্টগ্রামের মিরসরাইয়ে একটি গাড়ির ওয়ার্কশপে ইঞ্জিনের কাজ করতেন। ইতোমধ্যে লাশের খোঁজে হাসপাতালে এসেছেন নিহতের বাবা নাসির উদ্দিন৷  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৩
এসএইচডি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।