ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কালের কণ্ঠের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
কালের কণ্ঠের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাকা: দেশের শীর্ষ স্থানীয় দৈনিক কালের কণ্ঠের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী নানান আয়োজনে উদযাপন করা হয়েছে। ১৪তম বর্ষে পদার্পণে কালের কণ্ঠ কার্যলায় সেজেছিল আকাশী নীলে, কর্মীদের মধ্যে ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দিনব্যাপী কালের কণ্ঠকে শুভেচ্ছায় সিক্ত করেছেন শুভানুধ্যায়ীরা। এক যুগেরও বেশি সময় ধরে দেশ ও জনগণের পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ পথ চলায় জানিয়েছে সাধুবাদ।

ঢাকায় কালের কণ্ঠের প্রধান কার্যালয় ছাড়াও সারা দেশে দিবসটি উপলক্ষে নানা আয়োজন কলা হয়েছিল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিল কালের কণ্ঠ শুভসংঘের জেলা-উপজেলা পর্যায়ের সংগঠকরা।

কালের কণ্ঠের যুগপূর্তিতে বিভিন্ন রাজনৈতিক দল শুভেচ্ছা জানিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট, জাতীয় পার্টি (জাপা), জাতীয় সমাজতান্ত্রিক দলসহ (জেএসডি) কয়েকটি দলের পক্ষ থেকে কালের কণ্ঠ কার্যালয়ে এসে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। এছাড়া ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, সোনারগাঁও ইউনিভার্সিটি ও প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশন অফিসার্স অ্যাসোসিয়েশন শুভেচ্ছা জানায়।

বসুন্ধরা গ্রুপ, প্রাণ আরএফএল, নতুন ধরা এসেটস লিমিটেড, ফুডপান্ডা, নগদ মোবাইল সেবা, রানার মোটর, শাওমি মোবাইল কম্পানি, মিনিস্টার কম্পানি, ইসলামী ব্যাংক, ওয়ালটন, মাস্টারহেড পিআর, অপ্পো মোবাইল, আর আর ইম্পেরিয়াল, আশা ইউনিভার্সিটি, পুষ্টি গ্রুপ, সোশ্যাল ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, বিকাশ, বাংলাদেশ পরিবহন মালিক সমিতি, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আমিন মোহাম্মদ গ্রুপ, বি প্রোপার্টি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কালের কণ্ঠের কর্মীদের শুভেচ্ছা জানানো হয়।

এছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্রাব), টি স্পোর্টস, চ্যানেল আই, বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম ও দৈনিক যুগান্তরের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়।

ঢাকা সংবাদপত্র হকার্স সমবায় সমিতি, পত্রপত্রিকা বিতরণকারী সমবায় সমিতি ও সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতিও শুভেচ্ছা জানায় কালের কণ্ঠের কর্মীদের।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
টিএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।