ঢাকা: পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ঢাকায় ভ্যাটিকান দূতাবাস পরিদর্শনকালে প্রাক্তন পোপ ষোড়শ বেনেডিক্টের শোক বইতে স্বাক্ষর করেছেন।
বুধবার ( ১১ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী দূতাবাসের শোক বইতে লিখেছেন, ‘আমরা পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
‘আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতি ও মানবাধিকার রক্ষায় পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্টের শিক্ষাকে সমুন্নত রাখবে। ’
পররাষ্ট্রমন্ত্রী বিশ্বজুড়ে ক্যাথলিক বিশ্বাসীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান, যাদের জীবন পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্টের আধ্যাত্মিক শিক্ষা দ্বারা সমৃদ্ধ হয়েছে।
প্রসঙ্গত, পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্ট গত ৩০ ডিসেম্বর মারা গেছেন।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
টিআর/এমএইচএস