ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ছুটি কাটানো হলো না প্রবাসীর, বাড়ি ফিরেই হলেন লাশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
ছুটি কাটানো হলো না প্রবাসীর, বাড়ি ফিরেই হলেন লাশ জিয়াউল হক: ফাইল ফটো

ফেনী: আরব আমিরাত থেকে ফেরার ১১ ঘণ্টায় মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে জিয়াউল হক (৩০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। ছুটি কাটানো হলো না প্রবাসী ওই যুবকের।

বাড়ি ফিরেই স্বল্প সময়ের ব্যবধানে হলেন লাশ।

বুধবার (১১জানুয়ারি) দিবাগত রাতে ফেনী জেলা সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়াই গ্রামে এ ঘটনা ঘটে। জিয়াউল হক ৩ সন্তানের জনক।

মৃত জিয়াউল ওই গ্রামের ফকির মেম্বার বাড়ির এয়ার আহাম্মদ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন দুবাইতে প্রবাস জীবনে ছিলেন। বুধবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে তিনি প্রবাস থেকে ছুটিতে দেশে আসলে রাতেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।  

বালিগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, বুধবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমাতে যায় জিয়া। ঘুমের মাঝে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুর ২টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩ 
এসএইচডি/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।