ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
আড়াইহাজারে গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে সাত কেজি গাঁজা উদ্ধারসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র‍্যাব ১১ এর সিপিসি ১ এর কোম্পানি কমান্ডার এ কে এম মুনিরুল আলম।

গ্রেফতাররা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার পশ্চিম মেড্ডার মৃত আব্দুল আওয়ালের ছেলে মবো মিয়া (৪৪), গাজীপুর সদরের দক্ষিণ চতরের মৃত সোহরাব হোসেনের ছেলে সাকিল হোসেন (২৩) ও দক্ষিণ চতরের মৃত আসাদুল্লাহ সরকারের ছেলে জুনায়েদ সরদার জাহিদ (২৮)।

উপজেলার বিশনন্দী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
এমআরপি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।