ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নকল পণ্য উৎপাদন-বিক্রি, ১৮ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
নকল পণ্য উৎপাদন-বিক্রি, ১৮ লাখ টাকা জরিমানা

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ এলাকায় নকল বৈদ্যুতিক তার এবং ভেজাল শিশু খাদ্য উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ৭ প্রতিষ্ঠানকে ১৮ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (এএসপি) এনায়েত কবীর শোয়েব বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ এলাকায় শুক্রবার র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম অভিযান চালায়। অভিযানে র‌্যাব-১০ এর একটি দল ও বিএসটিআই-এর প্রতিনিধি সার্বিক সহযোগিতা করে। নকল বৈদ্যুতিক তার ও ভেজাল শিশু খাদ্য উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ৭ প্রতিষ্ঠানকে সর্বমোট ১৮ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ম্যাজিস্ট্রেটের নির্দেশে এক লাখ টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার, ভেজাল শিশু খাদ্য, কসমেটিক্স জব্দ ও ধ্বংস করা হয়।

তিনি আরও জানান, বেশ কিছুদিন যাবত এ অসাধু ব্যবসায়ীরা নকল বৈদ্যুতিক তার, ভেজাল শিশু খাদ্য, উৎপাদন মজুদ ও বাজারজাত করে আসছিল।

বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
এমএমআই/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।