ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

হাতিরঝিলে আহত শিশুটি দরিদ্র পরিবারের সন্তান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
হাতিরঝিলে আহত শিশুটি দরিদ্র পরিবারের সন্তান

ঢাকা: রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় আহত শিশুটি দরিদ্র পরিবারের সন্তান। তার নাম রোজিনা আক্তার হাবিবা (৪)।

পরিবারের সঙ্গে হাতিরঝিল সংলগ্ন মধু্বাগ ৩ নং নম্বর গলিতে থাকে সে।  

শনিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তার মা রাবেয়া আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েকে শনাক্ত করেন।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে হাবিবা। তার বাবা রিকশাচালক ও মা রাবেয়া গার্মেন্টস কর্মী।

রাবেয়া জানান, তিনি ও শিশুটির বাবা কাজে ছিলেন। ছোট ভাই হাবিবকে (৩) নিয়ে বাসায় ছিলো হাবিবা। কর্মস্থল থেকে বাসায় এসে খবর পান, হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে তার শিশু সন্তান। এরপর হাসপাতালে ছুটে যান তিনি।  

এর আগে শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মগবাজার মধুবাগ সংলগ্ন হাতিরঝিল সড়কে মোটরসাইকেলের ধাক্কায় শিশুটি আহত হয়।  

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া মোটরসাইকেলচালক তানজিনুর রহমান জানান, মোটরসাইকেল চালিয়ে রামপুরা থেকে হাতিরঝিল হয়ে মধুবাগের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় কয়েকটি শিশু এক সঙ্গে হাতিরঝিলের রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয়। তখন তার মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে শিশুটির। সঙ্গে সঙ্গে তিনি শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

>>আরও পড়ুন: হাতিরঝিলে দুর্ঘটনায় আহত নাম না জানা শিশুর পাশে ঢামেক হাসপাতাল 

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এজেডএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।