ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে ধানক্ষেতে পড়েছিল বৃদ্ধার মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
যশোরে ধানক্ষেতে পড়েছিল বৃদ্ধার মরদেহ

যশোর: যশোর ঝিকরগাছার কিত্তীপুর গ্রামে ধানক্ষেত থেকে আয়না খাতুন নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) উপজেলার কিত্তিপুর মজ্জেল হোসেনের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার হয়।

 

পরে বিকেলে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

নিহত আয়না খাতুন ঝিকরগাছা কালী মন্দির এলাকার মৃত বিল্লাল হোসেনের স্ত্রী ও মৃত মসলেম আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, আয়না খাতুন মানসিক ভারসাম্যহীন। তিনি প্রায়ই বাড়ির পাশে পাগল বেশে ঘুরে বেড়াতেন। শুক্রবার (২০ জানুয়ারি) রাত নয়টার দিকে আয়না খাতুনকে কালী মন্দিরের পাশে ঘুরে বেড়াতে দেখা যায়। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। পরের দিন তার মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়।  

এদিকে ঘটনার পর পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হাঁটতে গিয়ে ওই ধানক্ষেতে পড়ে যান। প্রচণ্ড শীতে স্টোক জনিতকারণে তার মৃত্যু হতে পারে। তবে, এখন নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্টের ওপর বিস্তারিত বলা যাবে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।