ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ৩ মাদকসেবীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
মানিকগঞ্জে ৩ মাদকসেবীর কারাদণ্ড

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সদর উপজেলায় তিন মাদকসেবীকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।  

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলের দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতিশ্বর পাল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন।

একই সঙ্গে প্রত্যেককে ২০০ করে ৬০০ টাকা জরিমানা করা হয়।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- মানিকগঞ্জ পৌরসভার নারাঙ্গাই উচুটিয়া এলাকার সাগর আলীর ছেলে সোহেল রানা (৩০), একই এলাকার আব্দুল বারেকের ছেলে মো. সহিদ ও সদর উপজেলার জাগীর মেঘশিমুল এলাকার মৃত আক্কাস আলীর ছেলে লিটন মিয়া (৪০)।

সোহেল রানা ও সহিদকে ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণ এবং লিটন মিয়াকে হেরোইন সেবনের দায়ে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।  

মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের ইনচার্জ মো. রাসেল আলী বাংলানিউজকে জানান, মাদকমুক্ত সমাজ গড়তে মাদকবিরোধী এসব অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।