ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত 

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের গুলবাগ রেললাইন এলাকায় ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ৭৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম সাহেরা বেগম।

 

শনিবার (২৩ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন ঢাকার রেলওয়ে (কমলাপুর) থানার উপ-পরিদর্শক (এসআই) মোকলেসুর রহমান।

তিনি জানান, শনিবার সকালে গুলবাগ রেললাইন এলাকায় কমলাপুর রেলস্টেশনগামী সুন্দরবন নামে একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় সাহেরা বেগমের। তিনি বয়সের ভারে কিছু করতে না পারায় লাঠি ভর দিয়ে এলাকায় এলাকায় ঘুরে মানুষ যা সাহায্য করত সেটা দিয়ে চলতেন। আজ সকালে ওই স্থান দিয়ে রেললাইন পার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তার। প্রতিদিনের মতো তিনি তার জীবিকা নির্বাহের জন্য বেরিয়েছিলেন।

এসআই মুকলেস আরও জানান, বৃদ্ধা সাহেরা খাতুনের এক মেয়ে মরিয়ম। থাকেন ময়মনসিংহ সদর এলাকায়। মা-র মৃত্যুর সংবাদ পেয়ে ঢাকায় আসেন তিনি। সাহেরা খাতুন তার এক নাতিকে নিয়ে  থাকতেন মালিবাগের একটি বস্তিতে। সেই মেয়ে ও নাতির আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তের ছাড়া পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
এজেডএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।