ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

প্রকৌশল পেশাজীবীদের দাবি পূরণ হচ্ছে, ভিসি-অধ্যক্ষদের সঙ্গে বসছে কমিটি

ইসমাইল হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১৯, সেপ্টেম্বর ১৬, ২০২৫
প্রকৌশল পেশাজীবীদের দাবি পূরণ হচ্ছে, ভিসি-অধ্যক্ষদের সঙ্গে বসছে কমিটি ফাইল ফটো।

প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারীদের তিন দফা এবং ডিপ্লোমা ডিগ্রিধারীদের ছয় দফা পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হচ্ছে বুধবার (১৭ সেপ্টেম্বর)। কমিটির সভাপতি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে দুপুর আড়াইটায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নের নিমিত্ত গঠিত কমিটির সদস্য সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক স্বাক্ষরিত চিঠি সব বিভাগে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির সভা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে অনুষ্ঠিত হবে।

সারাদেশের আট লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী ও সাড়ে চার লক্ষাধিক পলিটেকনিক শিক্ষার্থী রয়েছে। বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন তারা। এরইমধ্যে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা করে সুপারিশ দিতে একটি কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। সেই কমিটি বৈঠকে বসছে। প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের দাবি বাস্তবায়নের পথে হাঁটছে সরকার।

সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স), আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) উপাচার্যকে ডাকা হয়েছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন,  ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিনকে ডাকা হয়েছে।

বুয়েটের পানি সম্পদ প্রকৌশল বিভাগের সাবেক অধ্যাপক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক ড. আইনুল নিশাত, বুয়েটের পুরকৌশল বিভাগের সাবেক অধ্যাপক ড. শামীম জেড বসুমিয়া, বুয়েটের উপ-উপাচার্য প্রফেসর ড. আবদুল হাসিব চৌধুরী, বুয়েটের পুরকৌশল বিভাগের প্রফেসর ড. শামসুল হক সভায় উপস্থিত থাকবেন।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে আমন্ত্রণ জানানো হয়েছে।

কমিটির সদস্যদের মধ্যে ও ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এর অন্তবর্তীকালীন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. কবির হোসেন, বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন, বাংলাদেশ এর চেয়ারম্যান প্রফেসর ড. তানভির মঞ্জুর সভায় উপস্থিত থাকবেন।

শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিনের সভায় উপস্থিত থাকার কথা রয়েছে।

এ ছাড়া আইডিইবি এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আইটিসি পরিচালক মো. কামরুজ্জামান, বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি মো. মফিজুল ইসলাম সভায় উপস্থিত থাকবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত থাকবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘ আন্দোলনে দ্রুত ফলাফল না পাওয়ায় পলিটেকনিকের শিক্ষার্থীরা উদ্বেগ জানিয়েছে। কারিগরি শিক্ষাব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করে রাষ্ট্রকে জিম্মি করার নীল নকশা হিসেবে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী কর্তৃক উত্থাপিত অযৌক্তিক তিন দফা দাবির প্রতিবাদে এবং কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ উত্থাপিত ছয় দফা দাবির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার ঢাকা পলিটেকনিকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।